দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও ড্র

ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে আজ ব্যাট হাতে নিজেদের শুরুটা বেশ ভালোই করেছিল ইংল্যান্ড। আগের দিন তাদের বিপক্ষে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ২৯৪ রান করে বিসিবি একাদশ।রোববার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। প্রথম ইনিংসে আব্দুল মজিদের ঝোড়ো সেঞ্চুরিতে ৭৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৪ রান করে সৌম্য সরকারের দল। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিয়ে নেমে ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রান করে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। আজ সেখান থেকে ব্যাট করতে নেমে দিনের শুরুতে বাংলাদেশি বোলারদের বেশ ভুগিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এরপর বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে ইংলিশরা। তাতে ২৫৬ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ফলে ৩৮ রানের লিড পায় বিসিবি একাদশ। তবে দিনের খেলা শেষ হতে ১৬.৪ ওভার বাকি থাকলেও আলো স্বল্পতার কারণে বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামেনি। ফলে ড্র হয়েছে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিও। বল হাতে বাংলাদেশের তানভীর হায়দার ৪টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শাভাশীষ রয় ও মোসাদ্দেক হোসেন। ব্যাট হাতে ইংল্যান্ডের বেন ডাকেট ৬০, হাসিব হামিদ ৫৭ ও গ্যারি ব্যালান্স অপরাজিত ৩৬ রান করেন।