দেড় কোটি টাকার স্বর্ণ ছিনতাই

একাত্তরলাইভডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওমান থেকে আসা এক যাত্রী কর্তৃক পাচার করে আনা এসব স্বর্ণবার বিমান বন্দর থেকে বের করে নিয়ে আসার পর ডিবি পরিচয়ে ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র। শনিবার রাতে এই ঘটনা ঘটলেও রোববার বিকেলে এই ঘটনা জানাজানি হয়। পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি আলমগীর জানান, ৩০টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এ ব্যাপারে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। স্বর্ণের বারগুলো বৈধ নাকি অবৈধভাবে এসেছে তাও আমরা বলতে পারি না। ওসি বলেন, প্রত্যক্ষদর্শীর মাধ্যমে আমরা জানতে পেরেছি মাসুদ নামে এক ব্যক্তি স্বর্ণের বারগুলো নিয়ে বিমানবন্দর এলাকা অতিক্রম করছিল। এ সময় নেভাল রোডে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন একটি কালো রঙের মাইক্রোবাসে তাকে জোর তুলে নিয়ে যায়। পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে কিছুদুর নিয়ে গিয়ে সোনার বারগুলো কেড়ে নিয়ে তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়। নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. মারুফ হাসান বলেন, সোনা ছিনতাইয়ের খবর পেয়েছি। ঘটনার সময় বিমানবন্দর এলাকায় আমাদের কোনো টিম ছিল না। বিষয়টি তদন্ত করে দেখছি।