‘দেশ ধ্বংস হচ্ছে প্রেসিডেন্ট নাচছেন’

আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলার অর্থনীতি চরম সংকটে ভুগছে। দেশটিতে দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত গ্রীষ্মে বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছিল পুরো দেশ। যখন দেশের অর্থনীতির এই বেহাল দশা, ঠিক সে সময়ে রেডিওর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বস্ত্রীক সালসা নাচলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ ঘটনায় প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছে বিরোধীরা।২০১৩ সালে ক্ষমতায় আসেন মাদুরো। বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ায় ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ তেল উৎপাদনকারী এই দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে। মন্দার কারণে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়তে শুরু করে। বিরোধীরা মাদুরোর পদত্যাগ দাবি গণভোটের ডাক দিলেও দেশটির আদালত তা বাতিল করে দেয়। আদালত জানিয়েছে, ভোটার তালিকায় জালিয়াতি হয়েছে। এটি সংশোধনের পরই গণভোট করা যেতে পারে।মঙ্গলবার মাদুরো একটি রেডিও চ্যানেলে লা হোরা ডি লা সালসা (সালসা আওয়ার) নামে একটি সঙ্গীত, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ক নতুন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি ধারণ করার সময় মাদুরো তার স্ত্রীকে নিয়ে সালসা নেচেছিলেন। পরে সরকারি কর্মকর্তারা সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। অনেকে এর প্রশংসা করলেও বিরোধী শিবিরের লোকজন ব্যাপক সমালোচনা করেছেন কারাকাসের এক বাসিন্দা লিখেছেন, ‘লোকজন যখন ওষুধের অভাবে মারা যাচ্ছে, অনেক পরিবারকে ডাস্টবিনে খাবার খুঁজতে হচ্ছে, ধনী মাদুরো তখন সালসা নাচছেন, রেডিও অনুষ্ঠান করে সময় নষ্ট করছেন।’