দেশে শিক্ষিত বেকার ২২ লাখ ১৭৫৬৯ জন

একাত্তলাইভ ডেস্ক: পরিসংখ্যান বিভাগের সর্বশেষ তথ্যানুসারে (২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত) বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা ২২ লাখ ১৭ হাজার ৫৬৯ জন।সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য সফুরা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ তথ্য জানান।সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম লুৎফা তাহেরের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় খেলার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ‘মিনি স্টেডিয়াম অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। ফলে প্রতিটি উপজেলায় ‘মিনি স্টেডিয়াম’ নির্মাণ করা হবে। মিনি স্টেডিয়াম নির্মিত হলে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান হতে প্রশিক্ষিত ও সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি হবে।চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সাতটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে। আরো দুটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। এগুলো হলো- পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স ও মানিকগঞ্জ আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স।