একাত্তরলাইভ ডেস্ক : ভুটানে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের কেবি-৩০২ ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার সকাল ৯টা ৩২ মিনিটে ঢাকায় অবতরণ করে। এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
পারো বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী।
অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার ভুটান পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভুটানের রাজধানীর রাজকীয় অতিথিশালায় ‘অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’ শীর্ষক তিনদিনের এ সম্মেলনের যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে কারিগরি সহায়তা দিচ্ছে সূচনা ফাউন্ডেশন (সাবেক গ্লোবাল অটিজম), এ্যাবিলিটি ভুটান সোসাইটি (এবিএস) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া কার্যালয়।
প্রধানমন্ত্রী এ সফরকালে ভুটানের সঙ্গে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।