মাহাবুবুর রহমান,কক্সবাজার
দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ডের যাত্রা শুরু হবে আজ। বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহেশখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ডের উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত থাকবেন তথ্যযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক এমপি।
প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে ডিজিটাল আইল্যান্ডের। শুরুতে ডিজিটালের আওতায় আসবে মহেশখালী পৌরসভা, বড়মহেশখালী ও ছোটমহেশখালী ইউনিয়ন। আওতাভুক্ত সকলেই পাবে উচ্চ গতি সম্পন্ন ইন্টারেট সুবিধা। চুক্তি অনুসারে কোরিয়ান টেলিকম উচ্চগতির ইন্টারনেট ব্যাকবোন অবকাঠামোসহ মহেশখালী ও কক্সবাজার এলাকার মানুষের চাহিদা বিশ্লেষণ করে পর্যটন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ধরনের সেবা প্রাপ্তি নিশ্চিত করবে। অন্যদিকে আইওএম এলাকায় মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সরকারের অন্যান্য সংস্থা, কেটি ও আইওএম’র সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নকে এগিয়ে নিয়ে যাবে। দেশে এটিই প্রথম প্রকল্প যে, একটি দ্বীপ ভূমিকে পুরোপুরি ডিজিটাল করা হচ্ছে। এ পাইলট প্রকল্প বাস্তবায়ন হলে ৮৫ এমবিএফসি গতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা পাবেন আওতাভুক্তরা। সবার জন্য ওয়াইফাই উম্মুক্ত থাকবে। কোরিয়া যে গতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা পায় গ্রাহকরা সে সুবিধা পাবেন ডিজিটাল আইল্যন্ডের বাসিন্দারা।
মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক বলেছেন, জাতির জনকে কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে আজ দেশের প্রথম ডিজিটাল আইল্যন্ড হিসাবে সুচনা হবে মহেশখালী উপজেলা। আজকের এই ঐতিহাসিক মুহুর্তটি মহেশখালীবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে মহেশখালী উপজেলা হবে বিশ্বের দ্বিতীয় ডিজিটাল আইল্যান্ড। এই পাইলট প্রকল্পের কারণে মহেশখালীর অর্থনীতিতে গতি সঞ্চারিত হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তাই সকলকে তথ্য প্রযুক্তিতে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, আজ মহেশখালীর ৪ লাখ মানুষের জন্য এক ঐতিহাসিক মুহুর্ত। ইতিহাসের সাক্ষি হতে যাচ্ছেন মহেশখালীর লোকজন। ইতোমধ্যে ভিডিও কনফারেন্সের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, লবণ উৎপাদন ও পান চাষের জন্য এ দ্বীপের পরিচিতি দেশবাসীর কাছে অনেক আগে থেকেই। এবার এ দ্বীপটি বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে দেশের প্রথম ডিজিটাল দ্বীপ হিসেবে। এজন্য হাতে নেয়া হয়েছে ‘কনভার্টিং মহেশখালী ইনটু ডিজিটাল আইল্যান্ড’ প্রকল্প। কোরিয়ান টেলিকম ও আইওএম গোটা দ্বীপটিকে তথ্যপ্রযুক্তির আওতায় নিয়ে আসবে।
দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ডের উদ্বোধন আজ
