একাত্তরলাইভডেস্ক:ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৬ অক্টোবর) ভারতের দক্ষিণ-পশ্চিম রাজ্য গোয়ায় ব্রিকস-বিমসটেক : একটি অংশীদারিত্বের সুযোগ’ শীর্ষক দু’দিনের এ সম্মেলন শেষ হয়। সম্মেলন শেষ হওয়ার পর সোমবার (১৭ অক্টোবর) ভারতের স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে গোয় নেভাল বেইজ এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে দেশের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। বাসস সূত্রে এ তথ্য জানা গেছে।ভারতের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী এমজে আকবরসহ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মেয়াজ্জেম আলীসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গোয়া বিমানবন্দরে বিদায় জানান।এর আগে ভারতীয় বিমান বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদর্শন করে।
রবিবার বিকেলে বিমসটেক লিডারস রিট্রিট এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি রবিবার রাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রবিবার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। মন্ত্রী পরিষদের সদস্য, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।