একাত্তলাইভ ডেস্ক: মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, দেশকে এগিয়ে নেয়ার এখনই সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত সহযোগী অধ্যাপকদের জন্য ‘প্রশাসন ও ব্যবস্থাপনার’ ওপর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, এ সুন্দর সময়কে কাজে লাগিয়ে বিএসএমএমইউয়ের বর্তমান প্রশাসন এ বিশ্ববিদ্যালয়কে চিকিৎসা সেবা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সুন্দর সম্পর্ক নিশ্চিত করা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে এগিয়ে নেওয়ার এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিএসএমএমইউয়ের নার্সিং সেবার মান বৃদ্ধি পেয়েছে।উপাচার্য বলেন, চিকিৎসকরা দেশের গৌরবোজ্জ্বল সম্পদ। তাদের পেশাগত মর্যাদা ও আত্মমর্যাদা উপলব্ধি করে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো অবহেলা করা যাবে না। রোগীদের সেবা করার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের বিষয়। এটা মনে রেখেই রোগীদেরকে সেবা দিতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ হাসিমুখে কথা বলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করা সম্ভব।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ) ডা. মো. জামাল উদ্দিন খলিফা। প্রশিক্ষণ কর্মসূচিতে বিএসএমএমইউয়ের ৪০ জন সহযোগী অধ্যাপক অংশ নেন।
‘দেশকে এগিয়ে নেয়ার এখনই সময়’
October 4, 2016