দূর্গাপুজা উপলক্ষে খালেদার জিয়ার শুভেচ্ছা

একাত্তরলাইভডেস্ক: শারদীয় দূর্গাপুজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিয়েছেন।সোমবার এক বানীতে খালেদা জিয়া বলেন, `যুগ যুগ ধরে শারদীয় দূর্গাপুজা উপমহাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দীর্ঘকাল ধরে এই ধর্মীয় উৎসব সাড়ম্বরে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দূর্গাপুজা সবসময় উৎসবমুখর পরিবেশে পালিত হয়।তিনি শারদীয় দূর্গাপুজা ও বিজয়া দশমী উপলক্ষে সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।তিনি বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যেকোন ধরণের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। বিএনপি এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যাগুরু ও সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করিনা। আমরা সবাই বাংলাদেশী এটাই হোক আমাদের বড় পরিচয়।’