‘দুদকের পাশে থাকবে টিআই’

একাত্তরলাইভডেস্ক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন হোসে কার্লোস উগাস বলেছেন, ‘আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বিশ্বব্যাপী অনুশীলিত উত্তম চর্চাসমুহ গ্রহণ করতে পারে দুদক। এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতাসহ সব ক্ষেত্রে দুদকের পাশে থাকবে টিআই।’সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন টিআইয়ের চেয়ারপারসন।দুদক ও টিআইয়ের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে টিআই চেয়ারপারসন বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি, নবগঠিত দুদক দুর্নীতি দমন ও প্রতিরোধে যথেষ্ট ভালো কাজ করছে। তাই বর্তমান কমিশনের উচিত, বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতিবিরোধী সংস্থার সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।’টিআই চেয়ারপারসন কমিশনকে সহযোগিতার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার ঘাটতি আছে কি না, তা জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। আমরা যে সংখ্যক জনবল ও অর্থ বরাদ্দ চাই, সরকার তা দেওয়ার চেষ্টা করছে।’দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘দুর্নীতির অভিযোগের তদন্ত এবং সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে কমিশনের কিছুটা দুর্বলতা আছে। এ ক্ষেত্রে টিআইয়ের কারিগরি সহযোগিতা কামনা করছি।’দুই সংস্থাপ্রধানের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের  (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন ও টিআইবির কর্মকর্তা সুমাইয়া খায়ের প্রমুখ।