দুছাত্রী ধর্ষণ : প্রধান আসামি রিমান্ড শেষে কারাগারে

রংপুরে নর্দান নার্সিং ইন্সটিটিউটের দুছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে পাঁচদিনের রিমান্ড শেষে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একাত্তরলাইভডেস্ক: পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পেয়েছে পুলিশ। তাকে আবারো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মামলা তদন্ত কর্মকর্তা জানান। পুলিশ জানায়, রংপুর নর্দান নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়।  এদের মধ্যে প্রধান আসামি আলমগীর হোসেনকে ১ নভেম্বর রাতে পুলিশ গ্রেপ্তার করে। বাকিরা এখনও গ্রেপ্তার হয়নি। প্রধান আসামিকে গত বুধবার আদালতের মাধ্যমে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে আলমগীরের কাছ থেকে যেসব তথ্য পেয়েছে সেগুলো যাচাই-বাছাই করে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর রাতে বন্ধুদের কাছে ছাত্রাবাসে নোট আনতে গিয়ে ধর্ষণের শিকার হয় নর্দান নার্সিং ইনস্টিটিউটের দুছাত্রী। এ ব্যাপারে নীলফামারীর জলঢাকা উপজেলার বাঁশদহ গ্রামের ইয়াকুব আলীর ছেলে আলমগীর হোসেন (২২), মৃত শফি উদ্দিনের ছেলে মো. শাকিল (২৩), মৃত জলিল মিয়ার ছেলে মো. পলাশ (২৫), মৃত আখের আলীর ছেলে মো. শাহ আলম (২৮) ও মো. মানিক মিয়ার (২৮) বিরুদ্ধে মামলা করে ধর্ষণের শিকার এক ছাত্রী।