একাত্তরলাইভডেস্ক: রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝে চাপা পড়ে মোহাম্মদ রাসেল (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার রাত ৯টার দিকে গুলিস্তান নাট্যমঞ্চের সামনে এ দুর্ঘটনা ঘটে।মোহাম্মদ রাসেলের খালাতো ভাই ইয়াসিন রাব্বি জানান, শান্তিনগরের বাসায় ফেরার উদ্দেশ্যে গুলিস্তানের সুন্দরবন মার্কেট থেকে বের হন মোহাম্মদ রাসেল। গুলিস্তান নাট্যমঞ্চের সামনে পৌঁছালে শ্রাবণ ট্রান্সপোর্ট ও রানী মহল পরিবহনের দ্রুতগামী দুটি বাসের মাঝে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পল্টন থানার উপপরিদর্শক মুরাদ হোসেন মিলন জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা দুই বাসচালককে ধরে পুলিশ দেয়। রাতেই বাস দুটিকে পল্টন মডেল থানায় আনা হয়েছে। এ বিষয়ে নিহত রাসেলের পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দুই বাসের মাঝে পড়ে প্রাণ গেল যুবকের

October 11, 2016