আদালত প্রতিবেদক
রাজধানীর পূর্ব আশকোনার একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় করা মামলায় আত্মসমর্পণকারী দুই নারীর ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক সায়েদুর রহমান সাত দিন রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে আরও ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
সোমবার শুনানি শেষে ঢাকা সিএমএম আদালতের হাকিম সত্যব্রত সিকদারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলো- নিহত জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শীলা ও পলাতক জঙ্গি নেতা মুসার স্ত্রী উম্মে আয়েশা ওরফে তৃষা মনি।
আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানির সময় জেবুন্নাহারের কোলে দেড় বছরের এবং তৃষার কোলে চার মাসের শিশু ছিল।