নিজস্ব প্রতিবেদক :
বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর মেডিক্যাল প্রতিবেদন বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ইতিমেধ্যে রিপোর্ট প্রস্তুত হয়েছে। কাল সকালে মেডিক্যাল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে। পরে রিপোর্টটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তবে প্রতিবেদনে কী আছে সে বিষয়ে সাংবাদিকদের কিছু বলেননি সোহেল মাহমুদ।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। এ বিষয়ে তারা ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক ও দেহরক্ষীকে আসামি করা হয়। পর্যায়ক্রমে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।