দিল্লিতে গোলাগুলি, ৩ বাংলাদেশি ডাকাত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে গোলাগুলির পর সন্দেহভাজন তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

এডিশনাল কমিশনার অব পুলিশ (ক্রাইম) রাজীব রঞ্জনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশি ডাকাত দলটি দিল্লির দক্ষিণপূর্বে তৈমূর নগরের কোনো একটি বাড়িতে হানা দেয়ার অপেক্ষায় ছিল।

খবর পেয়ে ওই এলাকার পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হয়ে আত্মসর্পণ করতে বললে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় পুলিশও পাল্টা গুলি করে জবাব দেয়, বলে জানান রাজীব রঞ্জন।

গ্রেপ্তার তিনজনের মধ্যে পায়ে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, কিছু গুলি এবং ঘরের তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরো বলেন, নগরীতে বেশ কিছু অপরাধমূলক ঘটনার সঙ্গে এই দলটির জড়িত থাকার প্রমাণ তারা পেয়েছেন। দলটির সদস্যরা ডাকাতির পাশাপাশি হত্যা এবং সুযোগ পেলে ধর্ষণও করে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজীব রঞ্জন।