ন্যাশনাল ডেস্ক : দিনাজপুরে অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণে এ পর্যন্ত তিনজন মারা গেছেন। এই ঘটনায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন ১৯জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন, মোকছেদ আলী, রঞ্জিনা রানী রায় ও শরিফুল ইসলাম। এদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার রানীগঞ্জে সুবল ঘোষের মালিকানাধীন যমুনা অটো রাইচ মিলে বয়লার বিস্ফোরণ হয়। এতে অন্তত ৪০জন দগ্ধ হন। পরে দিনাজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে গুরুতর আহত ২১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিনা রানী রায় নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফুল ইসলাম জানান, ভর্তি করা অনেকেরই শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। সকলের অবস্থা আশঙ্কাজনক।