দিনাজপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে একটি চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকসহ চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার দিবাগত রাতে সদর উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার বাউড়ার মোড় এলাকায় একটি চালকলে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- উপজেলার রানীগঞ্জ গ্রামের খোকনউদ্দীনের ছেলে গুলজার হোসেন (৩৫), রুস্তম আলীর ছেলে ইসলাম (১৫), আমজাদ হোসেনের মেয়ে আনোয়ারা বেগম (৩৫) ও খমির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। আহত নুর ইসলাম মিলের শ্রমিক।
ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বয়লারে ধান ভাপানোর সময় হঠাৎ বিস্ফোরিত হয়ে উক্ত ঘটনাটি ঘটে। এতে চারজন দগ্ধ হন।
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদুর রহমান মাসুদ জানান, আহত গুলজার হোসেনের অবস্থার অবনতি হলে রাতে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।