আন্তর্জাতিক ডেস্ক : দারিদ্র্য বিমোচনে ভারত ও পাকিস্তান দুই দেশই দুরূহ পরিস্থিতির মুখে রয়েছে। চলতি সপ্তাহে বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিশ্বব্যাংকের ‘প্রোভার্টি অ্যান্ড শেয়ার্ড প্রোসপারিটি’ শীর্ষক প্রতিবেদনে যেসব দেশে অতি দরিদ্রদের আয় গড়পড়তার চেয়ে দ্রুতগতিতে বাড়ছে সেই তালিকায় পাকিস্তানকে রাখা হয়েছে। পাকিস্তানের জাতীয় প্রবৃদ্ধি হার চার শতাংশ। এর চেয়ে সামান্য এগিয়ে দেশটির অতি দরিদ্রদের আয় বৃদ্ধির হার। জাতীয় প্রবৃদ্ধির ক্ষেত্রে চীন রয়েছে এ তালিকার সবার শীর্ষে। দেশটির প্রবৃদ্ধির হার আট শতাংশ। দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলংকাও রয়েছে এ তালিকায়।বিশ্বের অন্যতম দ্রুত অগ্রসর অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও দারিদ্র্য বিমোচনে ভারতের অবস্থান পাকিস্তানের চেয়ে পিছিয়ে। যেসব দেশের অতিদরিদ্রদের আয় গড়পড়তার চেয়ে কম গতিতে বাড়ছে ভারত সেসব দেশের তালিকায় রয়েছে। তবে ভারত কিছুক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২১ দশমিক ২৫ শতাংশ ভারতীয় দারিদ্র্যসীমার নিচে অথবা সমান্তরালে বাস করে। এদের দৈনিক আয় ১ দশমিক ৯০ ডলার। পাকিস্তানে দারিদ্রের এ হার ৮ দশমিক ৩ শতাংশ। ভারতের ৫৮ শতাংশ মানুষ দিনে আয় করেন ৩ দশমিক ১০ ডলার। অপরদিকে পাকিস্তানে এ মানুষের হার ৪৫ শতাংশ।গড় আয়ু ও নারী শিক্ষার দিক থেকে অবশ্য পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে। ভারতীয়দের গড় আয়ু যেখানে ৬৮ বছর, সেখানে পাকিস্তানের তা ৬৬ দশমিক ১ বছর। ২০১১ সালে ভারতে বয়স্ক নারী শিক্ষার হার যেখানে ছিল ৫৯ শতা্ংশ, সেখানে পাকিস্তানের ৪১ দশমিক ৯ শতাংশ।
দারিদ্র্য বিমোচন ভারত-পাকিস্তানের জন্য দুরূহ

October 4, 2016