দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও শিশু সন্তানসহ তিনজন নিহত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়াস্থ হারেজের চায়ের দোকানের সামনের চুয়াডাঙ্গা-যশোর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলা সদরের জাকিরের স্ত্রী নাসরিন পারভিন (২৫), তার সাত মাস বয়সী ছেলে নিবির ও মামাতো ভাই সাহেব আলী (২০)।
দুর্ঘটনার পরপরই পালিয়ে যান ট্রাকের চালক। তবে স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মামাতো ভাই সাহেব আলীর সঙ্গে মোটরসাইকেলে নাসরিন তার সাত মাস বয়সী শিশু সন্তান ও ছোট ভাই জাহিদকে (২০) নিয়ে জীবননগর উপজেলায় যাচ্ছিলেন। পথে মহাসড়কের জয়রামপুরস্থ হারেজের চায়ের দোকানের সামনে পৌঁছলে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসরিন ও তার কোলে থাকা শিশু সন্তান নিবিড় এবং মোটরসাইকেল চালক নাসরিনের মামাতো ভাই সাহেব আলী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলে আরেক আরোহী নাসরিনের ছোট ভাই জাহিদ। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, মোটরসাইকেলটি একটি বাসকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রাকটি পদ্মা সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চল