একাত্তরলাইভডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামীকাল সংলাপে দাবি না মানলে ৮ই নভেম্বর রাজশাহী অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে তফসিল না পেছালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করা হবে।’
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় ঐক্য ফ্রন্টের মুখপত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামীকালের সংলাপে নাটক করলে চলবে না। প্রতিদিন আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘কারাগারে যাবার আগে আমাদের নেত্রী বলেছিলেন, তিনি কারাগারে যেতে ভয় পান না। গণতন্ত্রকে মুক্ত করার জন্য জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আজ সেই ক্ষণ এসেছে। জাতীয় নেতৃবৃন্দ গণতন্ত্রকে উদ্ধারে একমঞ্চে এসেছেন।’
তিনি বলেন, ‘এই সংলাপ প্রহসনের সংলাপ। আমাদের বলা হলো গ্রেপ্তার করা হবে না। কিন্তু প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে, মামলা করা হচ্ছে। আমার কাছে অনেক বড় তালিকা আছে।’
আজ দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। প্রধান আলোচক ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভায় প্রথমবারের মতো ছিলেন কৃষক-শ্রমিক-জনতা লীগের কাদের সিদ্দিকী।