বিনোদন ডেস্ক : স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পথ হেঁটে যাওয়া ওড়িষ্যার সেই আলোচিত ঘটনা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘দানা মাঝি’ রোনামের এ চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বাংলাদেশের বাবুল হৃদয়।এ প্রসঙ্গে পরিচালক বাবুল হৃদয় বলেন, ‘২৫ আগস্ট ওড়িষ্যার এই ঘটনা বিশ্ব গণমাধ্যম ফলাও করে প্রকাশ করে। এই খবর পড়ে আমার নিজের মনে দাগ কেঁটেছে। মানসিক যন্ত্রণা থেকেই কাজটিতে হাত দিয়েছি। সত্য এই ঘটনার ফিল্মটি মানুষের কাছে পৌঁছালে এবং দর্শক দেখলেই এর স্বার্থকতা। আশা করি, দর্শক হৃদয়ে ফিল্মটি নাড়া দেবে।’দানা মাঝি চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন তারেক ইসলাম । এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মরার পরও স্ত্রীর প্রতি স্বামীর যে অগাধ ভালোবাসা , শ্রদ্ধা, টান এটা গরিব দানা মাঝির চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আশা করি, লচ্চিত্রটি বিশ্বের বিবেককে নাড়া দেবে।’চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন- লাকি আক্তার, ফাহমিদা ফ্লোরা , শেখ লিমন, লতিফুর রহমান, নাজমুল, সুমন চৌধুরী, জাহাঙ্গীর, নবী, রুবেল. রত্না, হাফিজ উদ্দীন নবীনসহ অনেকে।সম্প্রতি গাজীপুরের পোড়াবাড়িরতে দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে সম্পদনার টেবিলে রয়েছে ‘দানা মাঝি’। দেশি ও বিদেশি টিভি চ্যানেলে প্রচারসহ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের আশা ব্যক্ত করেছেন নির্মাতা।রতের উড়িষ্যার বাসিন্দা দানা মাঝি। তার স্ত্রী আমাং দেই যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থ স্ত্রীকে ভবানী পাটনার জেলা হেডকোয়ার্টারস হাসপাতালে নিয়ে যায় দানা মাঝি। কিন্তু সেখানেই মারা যায় আমাং দেই।এদিকে অর্থনৈতিকভাবেও স্বচ্ছল নয় দানা মাঝি। হাসপাতালে অনুরোধ করেও কোনো সাহায্য মেলেনি। তবে স্ত্রীর মরদেহ তো আর ফেলে রাখা যায় না। বাধ্য হয়েই তিনি স্ত্রীর লাশ কাঁধে তুলে নেন; সঙ্গী ১২ বছর বয়সি মেয়ে। এভাবেই স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দেন স্বামী দানা মাঝি।
‘দানা মাঝি’ নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

October 1, 2016