অনলাইন ডেস্ক: ভয়ংকর অভিযোগ ১৮ বছরের এক তরুণের বিরুদ্ধে। ছিলেন নেশাগ্রস্ত। সেই অবস্থায় নিজের দাদীকে ধর্ষণ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে।
বৃদ্ধার পরিবারের সদস্যদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দাদীকে ধর্ষণ করে ওই তরুণ। ঘটনার পর পরই পালিয়ে যায় সে। বাড়ি ফেরার পর পরিবারের সদস্যদের পুরো ঘটনাটি জানান নির্যাতনের শিকার ওই বৃদ্ধা।
এরপরই ওই তরুণের বিরুদ্ধে তার পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষিতা বৃদ্ধার মেডিকেল পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে সরকারি হাসপাতালে।
বুধানা থানার স্টেশন হাউস অফিসার প্রভাকর কেন্থুরা বলেছেন, ‘ধর্ষণের মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।’
অভিযুক্ত ধর্ষিতার পরিবারের ওই সদস্য মদ্যপ অবস্থায় এই কাজ করেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।