দাউদকান্দি টোল প্লাজায় যাত্রীবাহী বাস থেকে ১০টি স্বর্নবার সহ আটক ১

শাহ আলম শফি,কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি মেঘনা-গোমতী টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার বেলা সাড়ে ১১ টায় বিলাস বহুল যাত্রীবাহী একটি বাস থেকে ইকবাল হোসেন (৩০) নামের এক স্বর্ন চোরাকারবারীকে আটক ও তার কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো একটি ডিভিডি প্লেয়ারের ভিতর রাখা ১০ টি স্বর্নের বার উদ্ধার করেছে।
পুলিশ সুত্র জানায়,মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস্ নামের বিলাস বহুল একটি যাত্রীবাহী বাসে করে স্বর্ন পাচাঁরের গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার বেলা সাড়ে ১১ টায় গাড়িটির গতিরোধ করে।

পরে বাসে থাকা যাত্রী ইকবাল হোসেনকে আটক করে তার সাথে থাকা একটি ডিভিডি প্লেয়ারের ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ টি (প্রতিটি ১০ গ্রাম ওজনের) স্বর্নের বার উদ্ধার করে। আটক ইকবাল হোসেন চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজান গ্রামের ইউসুফ হোসেনের ছেলে। উদ্ধার হওয়া স্বর্নের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এব্যাপারে দাউদকান্দি থানায় একটি মামলা রুজু হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।