দাউদকান্দিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

শাহ আলম শফি,কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা আমির হোসেন রাজন (৩৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আমির হোসেন রাজন উপজেলার কাজিরকোনা গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র । নিহত রাউন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক

সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। শনিবার বেলা পৌনে ১১টায় তাকে দাউদকান্দির পশ্চিম মাইজপাড়া মসজিদের সামনে কুপিয়ে আহত করা হয়। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এলাকা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

ঘটনার পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শ করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়- জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে সাবেক ছাত্রলীগ সাংগঠনিক ও উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য

আমির হোসেন রাজন (৩৫) দুই হাত ও দুই পায়ে কেটে ফেলে ও মাজায় (কোমর) কুপিয়ে হত্যা করে। তার আত্মচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার

তাকে ঢাকায় প্রেরণের নির্দেশ দেন। ঢাকা নেয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা রাজনকে ছেনি দিয়ে হাতে ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে রাজনের মৃত্যু হয়। রাজন হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি।

অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি। লাশ কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান। তিনি আরো জানান,নিহতের বিরুদ্ধে ১১ টি মামলা ছিল।