দল মনোনয়ন দিলে নির্বাচন করবো না দিলে যাকে দেবে তার সাথে কাজ করবো : শহিদুজ্জামান

মাহাবুবুর রহমান,কক্সবাজার
সংস্কারপন্থি হিসাবে এতদিন দলের সাথে কাজ করতে না পারলেও এখন হাই কমান্ডের সিংনালে আমি আবারো বিএনপির সাথে কাজ করবো। সে জন্য আসন্ন সংসদ নিবার্চনে আমি দলীয় মনোনয়ন সংগ্রহ করেছি। যদি বিএনপি থেকে আমারে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো না হলে দল যাকে মনোনয়ন করবে আমি তার সাথে কাজ করবো। এখন আমার একমাত্র লক্ষ্য বিএনপির জন্য কাজ করা,কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান এ সব কথা বলেন। তিনি গতকাল (বৃহস্পতিবার বার) বিকালে কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়স্থ নিজ ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিয়ম কালে এসব কথা বলেন। এসময় সাবেক সংসদ শহিদুজ্জামান আরো বলেন, আমার ভাই মরহুম এড,খালেকুজ্জামান এই আসন থেকে কয়েক বার সংসদ সদস্য নির্বাচীত হয়েছিলেন। উনার মৃত্যুর পর ২০০১ সালের ১ নভেম্বর আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছিল। পরে ২০০৭ সালে রাজনৈতিক পট পরিবর্তনে আমি দলের সংস্কার চাওয়ায় আমরা দলীয় রাজনৈতিক সংকটে পড়ি। সেটা আমাদের ভুল ছিল সে জন্য আমি শাস্তি পেয়েছি যাই হওক এখন আমি দলের সাথে কাজ করতে চাই।