দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে দুই নতুন মুখ

ক্রীড়া ডেস্ক : পার্থ, হোবার্ট ও অ্যাডিলেডে ৩, ১২ ও ২৪ নভেম্বর তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।অস্ট্রেলিয়ার বিপক্ষের এই সিরিজের জন্য সোমবার স্কোয়াডঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৬ সদস্যের স্কোয়াডে নতুন দুই মুখ তাবারিজ শামসি ও কেশব মহারাজ।শামসি একজন বামহাতি রিস্ট স্পিনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে খেলেন তিনি। তার বল খেলতে বেশ বেগ পেতে হয় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। সেদিন তিনি ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন। তার বলে যে টার্ন আছে সেটা মুগ্ধ করেছে নির্বাচকদের।আরেকজন হলেন বামহাতি অর্থোডক্স বোলার কেশব মহারাজ। গেল সপ্তাহে নাতাল ডলফিন্সের হয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগে ১৩ উইকেট নিয়েছেন। এই দুই তরুণ বোলারের কারণে গেল মৌসুমে দক্ষিণ আফ্রিকার প্রথম পছন্দ দানে পিদিত এই সিরিজে নেই।তাদের দুজনকে নেওয়ার বিষয়ে নির্বাচক কনভেনার লিন্ডা জন্ডি বলেন, ‘আমরা আসলে নতুন খেলোয়াড় খুঁজে বের করছি। তা ছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করবে এমন খেলোয়াড়দের এই স্কোয়াডে রাখা হয়েছে।’এবি ডি ভিলিয়ার্স ইনজুরিতে থাকায় দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিবেন ফাপ ডু প্লেসিস। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে না পারলেও এই সিরিজে ফিরেছেন মরনে মরকেল।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড :
১. ফাপ ডু প্লেসিস
২. কাইল অ্যাবোট
৩. হাশিম আমলা
৪. টেম্বা বাভুমা
৫. স্টিফেন কুক
৬. কুইন্টন ডি কক
৭. জেপি ডুমিনি
৮. ডিন এলগার
৯. কেশব মহারাজ
১০. মরনে মরকেল
১১. ভারনন ফিলান্ডার
১২. কাগিসু রাবাদা
১৩. রিলে রুশো
১৪. তাবারিজ শামসি
১৫. ডেল স্টেইন
১৬. ডেন ভিলাস।