দক্ষিণের ১০ নাচনেওয়ালি

বিনোদন ডেস্ক : অ্যাকশন, কমেডি, রোমান্স, সেন্টিমেন্ট ও গ্ল্যামার ছাড়া বাণিজ্যিক ধারার চলচ্চিত্র বলেই গণ্য করেন না চলচ্চিত্র বোদ্ধারা। বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নতুন করে যুক্ত হয়েছে আইটেম গান। আইটেম গান ছাড়া যেন বাণিজ্যিক চলচ্চিত্র অপূর্ণ থেকে যায়। সিনেমায় আইটেম গান যুক্ত হওয়ায় দর্শক পেয়েছে নয়া স্বাদ।আইটেম গানের প্রচলন যেমন বলিউডে রয়েছে তেমনি ভারতের দক্ষিণের চলচ্চিত্রেও বড় একটি জায়গা করে নিয়েছে। ভারতের তামিল, তেলেগু, মালায়লামসহ অধিকাংশ ভাষার সিনেমায় আইটেম গান এখন অপরিহার্য বিষয়। দক্ষিণী চলচ্চিত্রের আইটেম গানে কোমর দুলিয়ে জনপ্রিয়তা পেয়েছেন এমন দশ আইটেমকন্যাকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।