থ্রিজি-ফোরজি ইন্টারনেট চালু

অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে সারাদেশে মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। রোববার সন্ধ্যার পর থেকে মোবাইলে টুজির পাশাপাশি থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।

একটি মোবাইল অপারেটরের এক শীর্ষ কর্মকর্তা মোবাইল ফোনে ইন্টারনেট চালুর তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে সন্ধ্যা সোয়া ৬টায় মোবাইল অপারেটরগুলো ইন্টারনেট চালুর নির্দেশনা পায় । সন্ধ্যার পরে মোবাইলে টুজির পাশাপাশি থ্রিজি ও ফোরজি সেবা ব্যবহার করা যাচ্ছে।

এর আগে গতকাল শনিবার দুপুর থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট থ্রিজি-ফোরজি সেবা বন্ধ করে দেয়া হয়েছিল।