থার্টিফাষ্ট নাইটে ইতালিতে নজীর বিহীন নিরাপত্তা

জাকির হোসেন সুমন ,  ইতালী  :

ইতালিতে নতুন বছরকে বরন করে নিতে যখন সমস্থ আয়োজন শেষ ঠিক সেই মুহূর্তে সমস্থ ধরনের অপ্রতিকর ঘটনা এড়িয়ে চলতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা । ভ্যাটিক্যান সিটি সহ শুরুত্বপূর্ন স্থাপনা গুলোতে নেয়া হয়েছে কড়া নজর দারী ।  পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে সমস্থ দর্শনীয় স্থান গুলোর প্রবেশ পথে বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা । পর্যটকদের নিরাপত্তার স্বার্থে  বড় লরি যাতে না প্রবেশ করতে পারে সে জন্য মূল প্রবেশ পথ গুলোতে ব্যারিকেট দেয়া হয়েছে বড় বড় সিমেন্টের ব্লক দিয়ে । রেল স্টেশন , মেট্রো রেল , বিমান বন্দর গুলোতে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ মিলিটারি সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য । উল্লেখ্য গত সপ্তাহে জার্মানির বার্লিনে বড়দিন উপলক্ষে আয়োজিত একটি বাজারে লরি চাপা দিয়ে ১২ জনকে হত্যা করা হয় এবং সে ঘটনায় আহত হয় আরো ৫০ জন ।প্রবর্তিতে বার্লিনে হামলাকারী ইতালির মিলানে পুলিশের হাতে নিহত হয় । ইতালি পুলিশ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যায় বার্লিনে হামলাকারী আনিস আমরি ট্রেনে করে প্যারিস থেকে মিলানো আসে । সেই দিনই ভোর রাতে মিলানে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয় । এদিকে ইতালির সরাষ্ট্রমন্ত্রী মার্কো মিন্নিতি জানান নতুন বছরকে বর্ন করে নিতে সারা ইতালিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । প্রত্যেকটা ছোট বড় শহরে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্য । এদিকে নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ করা হয়েছে  সমস্থ প্রকার আঁতশ বাজি  ।