আন্তর্জাতিক ডেস্ক :থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজ আর নেই। বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় রাজত্বকারী এই শাসক বৃহস্পতিবার মারা গেছেন বলে থাই রাজপ্রাসাদ থেকে নিশ্চিত করা হয়েছে।ভাই আনন্দ মহিদলের মৃত্যুর পর ১৯৪৬ সালের ৯ জুন সিংহাসনে আসীন হন রাজা ভুমিবল। থাইল্যান্ডের সংবিধানে রাজার ক্ষমতা সীমিত করা হলেও দেশটিতে তার প্রভাব ব্যাপক। জনগণের কাছে রাজা অত্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত। দেশের গুরুতর সংকটময় মুহূর্তে রাজার সিদ্ধান্তকেই চূড়ান্ত বিবেচনা করা হয়। থাই জনগণের কাছে ভুমিবল যতোটা জনপ্রিয় সে তুলনায় ক্রাউন প্রিন্স বা সিংহাসনের উত্তরাধিকারী ভুমিবলের ছেলে মহা ভাজিরালোকর্ন (৬৮) ততোটা জনপ্রিয় নন। গত কয়েক বছর ধরে রাজা ভুমিবল অসুস্থতায় ভুগছিলেন। চলতি সপ্তাহের প্রথম দিকে ৮৮ বছরের তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। রোববার রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছিল, রাজার অবস্থা স্থিতিশীল নয়।
থাইল্যান্ডের রাজা ভুমিবল আর নেই

October 13, 2016