ময়মনসিংহ প্রতিনিধি: জেলার ত্রিশাল উপজেলার স্থগিতকৃত দুই ইউনিয়নের ৩ টি কেন্দ্রের ভোট গ্রহন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। স্থানীয় উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নে গত ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বালিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৩ নং ওয়ার্ড বিয়ারা পাটুলি রহমতউল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্র ও কানিহারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থাপনহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করে উপজেলা রিটার্নিং অফিসার। স্থগিতকৃত ৩ কেন্দ্র আগামী ৩১ অক্টোবর পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
জনাযায়, বালিপাড়া ইউনিয়নের বিয়ারা – পাটুলি রহমত উল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ৩৫০৮ জন, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৪৩৬০ জন এবং কানিহারী ইউনিয়নের থাপন হালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৩৭৪০ জন ভোটার রয়েছে।
ত্রিশালে স্থগিত ৩ কেন্দ্রের ভোট গ্রহন ৩১ অক্টোবর
