ত্রিশালে স্থগিত ৩ কেন্দ্রের ভোট গ্রহন ৩১ অক্টোবর

ময়মনসিংহ প্রতিনিধি: জেলার ত্রিশাল উপজেলার স্থগিতকৃত দুই ইউনিয়নের ৩ টি কেন্দ্রের ভোট গ্রহন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। স্থানীয় উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নে গত ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বালিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৩ নং ওয়ার্ড বিয়ারা পাটুলি রহমতউল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্র ও কানিহারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থাপনহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করে উপজেলা রিটার্নিং অফিসার। স্থগিতকৃত ৩ কেন্দ্র আগামী ৩১ অক্টোবর পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
জনাযায়, বালিপাড়া ইউনিয়নের বিয়ারা – পাটুলি রহমত উল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ৩৫০৮ জন, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৪৩৬০ জন এবং কানিহারী ইউনিয়নের থাপন হালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৩৭৪০ জন ভোটার রয়েছে।