ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের সাথে ত্রিশালে সুধীজন.গন্যমান্য ব্যক্তিবর্গ.জন প্রতিনিধি.কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে ত্রিশালের নানা সমস্যা ও তার সমাধান কল্পে এক মত বিনিময় ও পরিচিতি সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের আয়োজনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নবাগত জেলা প্রশাসক খলিলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান লুঃফুন্নেছা বিউটি,সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ,সাবেক সাঃ সম্পাদক হামিদুর রহমান,উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক গোলাম সারোয়ার তপন প্রমুখ। পরে উপজেলার পরিষদ অফিস দেয়ালে ডিজিটাল অফিস উপস্থিতি টিপসহি মেশিন ও উপজেলা পরিষদ চত্বরে ফেইজ বুক মেলার উদ্বোধন করা হয়।