ত্রিশালে শিশু খুন

রেজাউল করিম বাদল,  ময়মনসিংহ প্রতিনিধি
জেলার ত্রিশালে এক শিশু খুন হয়েছে।তার নাম আহসান হাবীব(১২)।জানাযায়,উপজেলার হরিরাম পুর ইউনিয়নের গোলাভিটা গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে আহসান হাবীব বৃহস্পতিবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘর থেকে বাহির হলে কে বা কাহারা তাকে মাথায় আঘাত করে বাড়ির উঠানে ফেলে রেখে চলে যায়।পরে তাকে মুমূর্ষ অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত হাবীবের মাথার পিছনের দিকে ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরর প্রস্তুতি এবং মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছিল।