ত্রিশালে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল,ম্যাগজিন ও গুলি উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি : জেলার ত্রিশাল থেকে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টিম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১৪সোমবার রাতে উপজেলার চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ সব অস্ত্র উদ্ধার করা হয়।ময়মনসিংহ র‌্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বিষয়টি নিশ্চিত করে জানান, ইউসুফ কারীর বাসা থেকে এসব অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।