ময়মনসিংহ প্রতিনিধি
জেলার ত্রিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ৩০ জন আহত হয়েছে।
ত্রিশাল থানা,ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সুত্রে জানাযায়,মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড নামক স্থানে ঢাকা গামী আরাফাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রোঃ ব-১১-৯২৭২) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে বাসের অন্তত ৩০যাত্রী আহত হয়েছে।
আহতদের ত্রিশাল ও ভালুকা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন ৫জনের পরিচয় পাওয়া গেছে।তারা হলেন-শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ওবায়দুল(৩০)বাবুল (৪০),শেরপুর সদরের আসলাম(৩০),বাবু(২৩),লক্ষীপুর জেলার রায়গঞ্জের সাইফুল্লাহ(৫৫)।
ত্রিশাল থানার ওসি(তদন্ত)মোখলেছুর আকন্দ ও ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার শামছুদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলছে।