ত্রিশালে তুলার মিলে অগ্নিকান্ড

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল পৌরশহরের মধ্য বাজারে শনিবার সকাল ১১টার দিকে একটি তুলার মিলে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ওই মিল ও আশপাশের দোকাপাট গুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জানা গেছে, পৌরশহরের মধ্য বাজারের সরকার মেট্রেসের পাশে সরকারি খাস জমিতে অবৈধভাবে গড়ে উঠা আব্দুল মালেকের তুলার মিলে শনিবার ওয়ারিংয়ের কাজ চলছিল। ওয়ারিংয়ের সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় রেজাউল করিমের সরকার মেট্রেসেও আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়িদের একঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন ও ওসি মনিরুজ্জামান।
সরকার মেট্রেসের মালিক রেজাউল করিম জানান, অগ্নিকান্ডে তার ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস জানান, আব্দুল মালেকের ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।