ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ট্রেনের টিকিট কাটাকে কেন্দ্র করে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের নবর্বিাচিত বিজয়ী চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের কর্মীরা বৃহস্প্রতিবার সন্ধা সাড়ে ৭ টায় প্রতিপক্ষ উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর বাসায় ও যুবলীগের অফিস ভাংচুর করে। এসময় তারা অফিস ও বাসা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে, হামলায় যুবলীগের আহবায়ক আব্দুল বারীর স্ত্রীসহ ৪ মহিলা আহত হন। এই ঘটনায় এলাকায় উর্ত্তেজনার সৃষ্টি হলে রাতে র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। জানাযায়-ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া রেল ষ্টেশনে কাউন্টার থেকে বালিপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের আত্বীয় মাসুদ ও চেয়ারম্যানের ছেলে আদনান ট্রেনের টিকিট কাটতে গেলে টিেিকট মাষ্টার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর বড় ভাই নবী হোসেনের সাথে তাদের বাক বিতন্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ও বারীর সাথে চেয়ারম্যানের দলীয় অন্তদন্ধের জের ধরে বৃহস্প্রতিবার সন্ধা সাড়ে ৭টার দিকে নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের লোকজন আব্দুল বারীর বালিপাড়া বাজারের বাসায় হামলা করে ভাংচুর করে। এসময় তারা বারীর বাসা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও ছুঁড়ে। হামলায় বারীর স্ত্রী রোজী আক্তার, মেয়ে রুনা আক্তার, ভাবী রাবিয়া আক্তার ও কবিতা আহত হন। পরে তারা বালিপাড়া ইউনিয়ন যুবলীগ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- দলীয় অন্তঃদ্বন্ধের কারনে নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের লোকজন বারীর বাসায় হামলা করে ভাংচুর করেছে।