ময়মনসিংহ প্রতিনিধি
জেলার ত্রিশালে ট্রাক ও বাস চাপায় শিশু শিক্ষার্থী নিহত হওয়ারয়র ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।জানাযায়, রবিবার দুপুর ১২ টার দিকে ত্রিশালের দরিরাম পুর উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শেণির শিক্ষার্থী বাদশা (৭) বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে পৌরসভার মান্নানের ফিলিং স্টেশনের কাছে ময়মনসিংহ গামী অজ্ঞাত দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে ঢাকা গামী এনা সার্ভিসের একটি বাস তাকে চাপা দিয়ে পিষে ফেলে । এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসি এলাকাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুপুর ১২ ট থেকে ১ টা পর্যন্ত অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। সে মান্নন ফিলিং স্টেশন সংলগ্ন রুবেল মিয়ার ছেলে।ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপনের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুদ্ধ এলাকাসী এলাকাবাসি অবরোধ তুলে নেয় । এখন গাড়ি চলাচল স্বাভবিক রয়েছে।