ত্রিশালে এতিম মাদ্রাসায় ছাত্রদের মাঝে ইউএনওর চাল বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি
সম্প্রতি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুড়ি বাজারে হত দরিদ্রদের উত্তোলনকৃত ১০ মন চাল বাজারে বিক্রির সময় আটক করা সেই চাল ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন সোমবার রাতে চকরামপুর দারুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিতরণ করেছেন। এসময় রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক খান, ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও ত্রিশাল নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, মাদ্রাসার মোহতামিম মাওলানা মনিরুল ইসলাম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন বলেন- হত দরিদ্রদের মাঝে সরকারের বিতরনকৃত ১০ টাকা কেজি চাল বিতরনে যে কোন ধরনের অনিয়ম দুর্নীতি কঠোর হস্তে দমন করা হবে। যদি কেউ হত দরিদ্রের কার্ড নিয়ে চাল বাজারে বিক্রি করে দেয়.তাহলে বুঝা যাবে যে সে হত দরিদ্র মানুষ না, যে মানুষটি হত দরিদ্র না অথচ সে হত দরিদ্রের কার্ড পেয়েছে এরকম কোন কার্ড পাওয়া গেলে তাদের নামে ইস্যুকৃত কার্ডটি বাতিল করে প্রকৃত হত দরিদ্রদের মাঝে পূনরায় বিতরণ করা হবে।