ত্বকী হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : ২০১৩ সালে অপহরণের পর নির্মমভাবে হত্যা করে মেধাবী ছাত্র ত্বকীর লাশ ফেলে রাখে শীতলক্ষায়। সেই হত্যা মামলা দীর্ঘদিন নিস্কৃয় করার পর ফের সরকার পরিবর্তনের এই সেপ্টেম্বরে ৪ জন আসামী গ্রেফতারের পর এবার এই চাঞ্চল্যকর মামলায়  আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আসামির নাম ইয়ার মোহাম্মদ পারভেজ। সোমবার ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত আসামি পারভেজকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরে র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ত্বকী হত্যার ঘটনায় জড়িত অভিযোগে সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ নামে আরও চারজনকে গ্রেফতার করে র‌্যাব।

তাদের মধ্যে আসামি কাজল হাওলাদার ত্বকী হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। অপর তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ডে নেয়া হয়।

তারা বর্তমানে র‌্যাব হেফাজতে রয়েছে।

গ্রেফতারকৃতরা সবাই আজমেরী ওসমানের সহযোগী। আজমেরী ওসমানের বিরুদ্ধে ত্বকীকে অপহরণের পর হত্যার অভিযোগ রয়েছে।

র‌্যাবের ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালে নির্মম নির্যাতন করে হত্যা করা হয় ত্বকীকে। এরপর তার মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলার জন্য যে গাড়িতে রাখা হয়েছিল, সেই গাড়ি চালিয়েছিল আজমেরীর ড্রাইভার জামশেদ।

ত্বকী হত্যার ঘটনায় এর আগে ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ভ্রমর, রিফাত, তায়েবউদ্দিন জ্যাকি ও সীমান্তকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ ও সুলতান ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ স্বীকার করে। তারা পাঁচজনই জামিনে মুক্তি পায়। লিটন ছাড়া বাকিরা পলাতক রয়েছে ।