অর্থনৈতিক প্রতিবেদক : বিপুল উৎসাহ ও করদাতাদের সরব উপস্থিতিতে জমে উঠেছে আয়কর মেলা-২০১৬।সপ্তমবারের মতো আয়োজিত আয়কর মেলায় তৃতীয় দিনে করদাতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে করদাতাদের উপস্থিতি আরো বাড়ছে।এবারে প্রথমবারের মতো চালু হওয়া অনলাইনে আয়কর রিটার্ন বা ই-ফাইল বুথে সবচেয়ে বেশি ভিড় লক্ষ করা যাচ্ছে।রাজধানীর মতিঝিল থেকে আসা জনতা ব্যাংকে কর্মরত শাহাদাত হোসেন বলেন, ব্যাংক থেকে কিছু সময়ের জন্য ছুটি নিয়ে অনলাইনে কীভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয় সে বিষয় বোঝার জন্য আজ আয়কর মেলায় আসা। এখানে এসে সহজেই ই-ফাইল খুললাম। ভিড়ের কারণে একটু সময় লাগলেও বেশ ভালোই লাগছে।আয়কর মেলার আহ্বায়ক ও সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাক বলেন, সকাল থেকে করদাতারা উৎসবমুখর পরিবেশে রির্টান জমা দিচ্ছে। পাশাপাশি করদাতা মেলায় না এসে যেকোনো জায়গা থেকে তাদের আয়কর রির্টান জমা দিচ্ছে। পাশাপাশি মেলা থেকে আয়করের বিভিন্ন বিষয়ে তথ্য নিচ্ছে উপস্থিত করদাতারা।কর দিতে ব্যক্তি শ্রেণির করদাতাদের উৎসাহিত করতে প্রতি বছর আয়কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও অনলাইনে আয়কর বিবরণী দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা পাওয়া যায়।৬২ হাজার বর্গফুটের এনবিআরের নিজস্ব ভবনের বিশাল চত্ত্বরে আয়কর মেলায় এবারে মোট বুথের সংখ্যা ১০৯টি। মেলায় অধিক সংখ্যক সেবা বুথ ছাড়াও থাকছে মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের পৃথক বুথ, কর একাডেমি, শুল্ক একাডেমি, কর ও মূসক ট্রাইব্যুনালের জন্য বুথ ও বাচ্চাদের জন্য পৃথক কিডস জোন।রয়েছে প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা। আয়োজকদের প্রত্যাশা-এবারের মেলা হয়ে উঠবে কর শিক্ষণ ফোরাম। মেলায় এসে শিক্ষার্থীরাও জানতে পারবে কর সম্পর্কিত নানা তথ্য।মেলার দুই দিনে এ পর্যন্ত মোট আয়কর আদায় হয়েছে ৭২৫ কোটি ১১ লাখ ৫৪ হাজার ১২৪ টাকা। আর দ্বিতীয় দিনে কর আদায় হয়েছে ৫৩৩ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩১২ টাকা। আর প্রথম দিনে ১৯১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা আয়কর আদায় হয়েছিল।এবারের আয়কর মেলা রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে। মেলার পরিধি গত বছরের মেলার চেয়ে কয়েকগুণ বাড়ানো হয়েছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় করদাতাদের আসার সুবিধার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে বাস দেওয়া হয়েছে।‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে শুরু হওয়া এই মেলা শেষ হবে ৭ নভেম্বর। আয়কর মেলা অধিক জনপ্রিয় ও কার্য্কর করতে এবারে করদাতাদের আনা-নেওয়ার জন্য বিনা ভাড়ায় আটটি সাটল সার্ভিস চালু করেছে এনবিআর।রাজধানীসহ সব বিভাগীয় শহরে সাত দিনব্যাপী এ মেলা চলছে। জেলা শহরগুলোতে চার দিন, ২৯টি উপজেলায় দুই দিনব্যাপী স্থায়ী আয়কর মেলা ও ৫৭টি উপজেলায় এক দিন ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
তৃতীয় দিনেও জমজমাট আয়কর মেলা
November 3, 2016