তীরে এসে তরী ডুবেছে মাশরাফিদের

ক্রীড়া ডেস্ক:ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তীরে এসে তরী ডুবেছে মাশরাফিদের। জয়ের কাছাকাছি এসেও শুক্রবার(০৭ অক্টোবর) টাইগাররা হেরেছে ২১ রানে।ডিআই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেয়েছে টাইগার ওপেনার ইমরুল কায়েস। শুক্রবার(০৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১০৫ বলে এ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দীর্ঘ ছয় বছর পর ইমরুলের করা এ সেঞ্চুরিটিতে ছিল ১১ টি চার ও ২টি ছক্কার মার।দিন দুর্দান্ত এক ছক্কা দিয়ে নিজের ইনিংস শুরু করা ইমরুল ক্যারিয়ার সর্বোচ্চ ১১২ রান করে আদিল রশিদের বলে স্টাম্পিং হয়ে ফিরে যান। অবশ্য ওপেনিংয়ে নামা ইমরুল কায়েস করেন তার ওডিআই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১০৫ বলে এ সেঞ্চুরিটিতে ছিল ১১ টি চার ও ২টি ছক্কার মার। এর ফলেই মূলত জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ।৫৫ বলে ৮৯ রানের দারুণ এক ইনিংস খেলে অভিষেকি ইংলিশ পেসার জ্যাক বেলের বলে মিড উইকেটে ডেভিড ওয়েলির হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সাকিব। দুর্দান্ত এই ইনিংসটিতে সাকিব খেলেন ১০টি চার ও ১টি ছক্কার মার। এরপরের বলেই রানের খাতা খোলার আগে ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত। বেলের হ্যাটট্রিকের সুযোগটি নষ্ট করেন অধিনায়ক মাশরাফি। কিন্তু দলের খাতায় ১ রান যোগ করে রশিদের বলে বিদায় নেন তিনি।ওডিআই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেয়েছে টাইগার ওপেনার ইমরুল কায়েস। শুক্রবার(০৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১০৫ বলে এ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দীর্ঘ ছয় বছর পর ইমরুলের করা এ সেঞ্চুরিটিতে ছিল ১১ টি চার ও ২টি ছক্কার মার। এ ছাড়া ১৭ রান করে বেলের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে গেছেনওপেনার তামিম ইকবাল। একই বোলারের বলে ১৮ রানে ফিরে গেছেন সাব্বির রহমান। ২৫ রানে আদিল রশিদের বলে বদলি খেলোয়াড় এস ডাব্লিউ বিলিংসের ক্যাচ তুলে সাজঘরে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই বোলারে বলে ডিপ পয়েন্টে বিলিংসের হাতেই ক্যাচ দেন মুশফিক। সাজঘরে ফেরার আগে মুশফিক করেন ১২ রানজয়ের জন্যে ৩১০ রানের বড় লক্ষ তাড়া করতে নেমে দারুণ এক সূচনা করেছিল দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তামিম ১৭ রান করে বিদায় নিলেও এদিন প্রায় শেষ সময় পর্যন্ত লড়াই করে যায় ইমরুল। নিজ ওডিআই ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি ছাড়াও শেষ পর্যন্ত তিনি করেন ক্যারিয়ার সর্বোচ্চ ১১২ রান। ১১৯ বলের এই ইনিংসটিতে ইমরুল খেলেন ১১টি চার ও ২ টি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ রান করেছেন সাকিব আল হাসান। ৫৫ বলের দুর্দান্ত এই ইনিংসে সাকিব খেলেন ১০ টি চার ও ১টি ছক্কার মার।এদিন জয়ের দ্বার প্রান্তে চলে যাওয়া বাংলাদেশকে ফিরিয়ে আনেন ইংলিশদের অভিষেকি বোলার জ্যাক বেল। তিনি একাই তুলে নেন বাংলাদেশের ৫টি উইকেট। এছাড়া আদিল রশিদ নেন ৪টি উইকেট।এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংলিশরা সংগ্রহ করেছে ৩০৯ রান। জয়ের জন্য বাংলাদেশের টার্গেট এখন ৩১০ রান।
এদিন দলীয় ৪১ রানের সময় ব্যাক্তিগত ১৬ রান করা ওপেনার জেমস ভিঞ্চিকে ক্যাচ আউট করে সাজঘরে পাঠিয়েছেন শফিউল ইসলাম। ক্যাচটি ধরেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপর ৬১ রানে জেসন রয়কে ক্যাচ আউট করে ফেরান সাকিব আল হাসান। ক্যাচটি ধরেন সাব্বির। এর পরপরই রানের খাতা খোলার আগেই জনাথান বেয়ারস্টোকে রান আউট করে সাজঘরে ফেরান সাব্বির। বেন স্টোকসের সাথে ১৫০ রানের জুটি গড়ার পর ব্যাক্তিগত ৬০ রানে সাজঘরে ফিরে যান বেন ডাকেট।এরপর উইকেটের জন্যে অপেক্ষায় থাকতে হয় টাইগারদের। তার মধ্যেই চলে ক্যাচ মিসের মহড়া। মাহমুদউল্লাহ, মোশাররফ হোসেন রুবেল ও সাব্বির। তবে ইংল্যান্ড ইনিংসের সেঞ্চুরিয়ান বেন স্টোকসের দুটি উইকেট মিস করেন রুবেল। এরপর দীর্ঘ ২৭ ওভার পর ডাকেটকে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নেন শফিউল ইসলাম। দলীয় ২৩০ রানের মাথায় আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ১০১ রানে মাশরাফির বলে ক্যাচ আউটের শিকার হন বেন স্টোকস। এ ক্যাচটিও অবশ্য ধরেছেন সাব্বির। মঈন আলীকে ক্যাচ আউট করার মাধ্যমে নিজের শেষ ওভারে ব্যাক্তিগত দ্বিতীয় উইকেট তুলে নেন মাশরাফি। ১০ ওভার বল করে এ উইকেট দুটির বিনিময়ে তিনি রান দিয়েছেন ৫২। শেষ পর্যন্ত এটিই হয়ে যায় বাংলাদেশ ইনিংসের সেরা বোলিং।শেষ সময়ে এসে দুই বল বাকি থাকতে ইংলিশ ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করা অধিনায়ক জস বাটলারের উইকেটটি তুলে নেন সাকিব।