অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মিলে ড. কামাল হোসেন ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার হোটেল র্যাডিসনে সুচিন্তা ফাউন্ডেশনে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপিকে বাচাতেই ঐক্যফ্রন্টের জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে ঐক্যফ্রন্টের নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে জয় বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় কতজন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করেছে? তাদের কি সেই কথা মনে আছে? অথচ আজ তারা বলছে তাদের কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি বলেন, যারা আগুন সন্ত্রাস করেছে তাদের অবশ্যই আমরা আটক করবো। যারা ২১শে আগস্ট হত্যার সঙ্গে জড়িত আমরা তাদের অবশ্যই আটক করবো। কারণ আওয়ামী লীগ বিএনপি নয় আমরা আইনের শাসনের বিশ্বাসী।
জয় বলেন, আদালতে আমরা ১৫ আগস্টের বিচার করেছি। ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিচার করেছি, সেটাও আদালতে। সুশীলদের মনে রাখতে আওয়ামী লীগ বিএনপি নয় আমাদের চরিত্র তাদের মতো নয়। আমরা খুনি নই, আমরা সন্ত্রাসী দল নয়। আওয়ামী লীগ স্বাধীনতার দল।