তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে বৃষ্টির হানা

অনলাইন ডেস্ক : ভীষণ চাপের মধ্যে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরি পূরণ করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে ক্যারিয়ারের ১৪ তম হাফ সেঞ্চুরি তুলতে ৭৬ বলে ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন তামিম। এরপরই নিজের খোলস ছেড়ে বেড়িয়ে আসতে শুরু করেন তিনি। অপরপ্রান্তে সমানতালে ব্যাট চালিয়ে হাফ সেঞ্চুরি থেকে ৭ রান দূরে আছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত দুজন মিলে পঞ্চম উইকেটে ৮৭ রান যুক্ত করেছেন। তামিম ৬৪ এবং রিয়াদ ৪৩ রানে ব্যাট করছেন।

ডাবলিনের ম্যালাহাইডে বৃষ্টির কারণে ২৫ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে টসে জিতে বোলিং বেছে নেয় আয়ারল্যান্ড। শুরুতেই অগ্নমূর্তি ধারণ করেন পেসার পিটার চেইস। দলীয় ৮ রানেই তার বলে উইকেটকিপার নায়াল ও’ব্রায়েনের তালুবন্দী হন ৫ বলে ৭ রান করা সৌম্য সরকার। এরপর বাজে শট খেলে কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন সাব্বির রহমান। শিকারী সেই পিটার চেইস। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।

৯ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং ‘মি ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। তবে বেশিক্ষণ দলকে ভরসা দিতে পারলেন না মুশি। তৃতীয় উইকেটে তামিম ইকবালের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ার পর ম্যাক’ক্যাথির বলে উইলসনের তালুবন্দী হলেন ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করা মুশফিক। তামিমের নতুন সঙ্গী হলেন তার প্রিয়বন্ধু বিশ্বসেরা অলরাউন্ডার এবং আজকের ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসান।

কিন্তু দূর্ভাগ্য সম্ভবত এদিন জেঁকে বসেছে টাইগারদের ভাগ্যাকাশে। না হলে ১৬ বলে ২ বাউন্ডারিতে ১৪ রান করে সেই চেইসের বলে ও’ব্রায়ানের গ্লাভসে ক্যাচ দেবেন কেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব? ৭০ রানে চতুর্থ উইকেট পতনের পর তামিম ইকবালের সঙ্গে জুটি গড়েন কিছুদিন আগেও অফ ফর্মের কারণে সমালোচনায় বিদ্ধ হওয়া মাহমুদ উল্লাহ রিয়াদ। দুজনের জুটিতে শতরান পার করে বাংলাদেশ। এই মুহূর্তে টাইগারদের রান ৩১.১ ওভারে ৪ উইকেটে ১৫৭।