একাত্তরলাইভডেস্ক: ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার আসামি আবদুল মতিনের জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।সোমবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।এর আগে ২৫ অক্টোবর হাইকোর্ট আব্দুল মতিনকে জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।বিশ্বজিৎ দেবনাথ বলেন, মতিনকে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। জামিন স্থগিত হওয়ায় মতিন মুক্তি পাচ্ছেন না।গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ফুটপাতে তাবেলা সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। এরপর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইটে দাবি করা হয়।২৫ অক্টোবর তাবেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ও তার ভাই আবদুল মতিনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
তাবেলা হত্যা মামলায় মতিনের জামিন স্থগিত
October 30, 2016