ঢাবি ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক ছাত্রকে নিথর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
বুধবার সকালে অনেক ডাকাডাকি করার পরও ঘুম থেকে না উঠায় রুমমেটরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিক্ষার্থীর নাম অপু সরকার (২০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। জগন্নাথ হলের ৪৭৪ নম্বর কক্ষে থাকতেন তিনি।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসিম সরকার ওই শিক্ষার্থীর মৃত্যুকে স্বাভাবিক বলে জানিয়েছেন। তিনি বলেন, রাতে সুস্থ অবস্থা ঘুমাতে যায় অপু। সকালে রুমমেটদের ডাকাডাকিতে ঘুম থেকে না উঠায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। এরপর পরীক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
হল প্রাধ্যক্ষ জানিয়েছেন অপুর পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবার চাইলে ময়নাতদন্ত হবে।