মাহাবুবুর রহমান
কক্সবাজারের বিভিন্ন পূজা মন্ডপে এখন ডাক ঢোল ার কাসের বাদ্য যন্ত্রে মুখরিত। ব্যাপক উৎসাহ উদ্দিপনায় কক্সবাজারে ২৬৮ টি পূজা মন্ডপে চলছে এবারের দূর্গা পূজা। এদিকে দূর্গা পূজা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলাপ পুলিশ প্রশাসন।কক্সবাজার জেলা পূজা উদযাপন কমিঠির সভাপতি এড. রনজিৎ দাশ বলেন এবারে দূর্গা পূজা আমরা খুবই নিরাপদে এবং শান্তি শৃংখলার মধ্য দিয়ে উৎযাপন করছি। আমাদের উপজেলা গুলোতে দূর্গা পূজা খুবই সাড়ম্বর ভাবে অনুস্টিত হচ্ছে এতে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই অংশ গ্রহন করছে। আর দূর্গা ফুজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিটি পূজা মন্ডপে আর্থিক ভাবে সহযোগিতা করা হয়েছে আমরা সে সব সহযোগিতা প্রতিটি পূজা মন্ডপে পৌছে দিয়েছি। তাছাড়া নিরাপত্তা ব্যাবস্থাও খুবই সন্তোশ জনক। সাধারন সম্পাদক বাবুল শর্মা বলেন আমরা প্রতিটি মন্ডপে নির্দেশনা দিয়েছি আযান এবং নামাজের প্রবিত্রতা রক্ষা করার জন্য এবং রাত ১২ টার মধ্যে সব ধরনরে আনুস্টানিকতা শেষ করার জন্য। এদিকে কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ বলেন দূর্গা পূজা যাতে শান্তি এবং নিরাপদে পালন করতে পারে সে জন্য সব ধরনের নিরাপত্তা মুলক ব্যবস্থা নেওয়া হয়েছে সাদা পোষাকে আমাদের সদস্যরা সব ধরনের বিষয়ের উপর নজরদারী রাখবে একই সাথে সার্বক্ষনিক পুলিশ র্যাব সহ আইনশৃংখলা বাহিনির সদস্যরা থাকবে।
ঢাক ঢোলের বাজনায় মুখরিত কক্সবাজারের পূজা মন্ডপ
