একাত্তরলাইভডেস্ক: বাংলাদেশকে বিশ্ব সাহিত্য দরবারে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এবারো শুরু হতে যাচ্ছে ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল বা ঢাকা লিট ফেস্ট। চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানের বিশেষ চমক হিসেবে থাকছেন ২০০১ সালে সাহিত্যে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত ত্রিনিদাদিয়ান লেখক ভি এস নাইপল। এমনটাই জানিয়েছে এবারের ঢাকা লিট ফেস্ট কমিটি। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এই সাহিত্য সম্মেলনের ষষ্ঠ আসর। নাইপল ছাড়াও এবারের ফেস্টে অংশ নিচ্ছেন কবিতায় ২০০৪ সালে পুলিৎজার জয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক বিজয় শেষাদ্রি, ভারতীয় খ্যাতনাম সাংবাদিক বারখা দত্ত, ১৮ দেশ থেকে ৬০ জন বিদেশি অতিথি, লেখক, গবেষক, সমাজ বিশ্লেষকসহ দুই শতাধিক শিল্পী, সাহিত্যিক, লেখক, গবেষক ও সাংবাদিক। বাংলাদেশি সাহিত্যিকদের মধ্যে থাকবেন কবি আসাদ চৌধুরী, কামাল চৌধুরী, নূরুল হুদা, ফখরুল আলম, মাশরুর আরেফিনসহ আরো অনেক নবীন-প্রবীণ সাহিত্যিক। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে বাংলা একাডেমী প্রাঙ্গনে। বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিতব্য সঙ্গীত, আবৃত্তি, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বইয়ের মোড়ক উন্মোচন, মতামতভিত্তিক অনুষ্ঠানসমূহকে ভাগ করা হয়েছে মোট ৪৫টি পর্বে। তবে কোন দিন কী কী পর্ব থাকবে ও উৎসবের সম্পূর্ণ অনুষ্ঠানসূচি এখনো প্রকাশ করেনি উৎসব কমিটি। আগামী ১৩ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে এই উৎসবের সকল সূচি প্রকাশ করা হবে। ইতিমধ্যেই উৎসবে যোগদানের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের অপশন চালু করা হয়েছে। রেজিস্ট্রেশন বিনামূল্যে করা হলেও রেজিস্ট্রেশনের প্রিন্টেড কপি ছাড়া কাউকেই উৎসব প্রাঙ্গনে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে উৎসব কমিটি। রেজিস্ট্রেশন করা যাবে ঢাকা লিট ফেস্টের ওয়েবসাইটে (dhakalitfest.com)। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য এই উৎসবের এবারের আয়োজনে রয়েছে ঢাকা ট্রিবিউন ও ব্রাক। প্রসঙ্গত, ‘সারা বিশ্ব বাংলাদেশকে সাহিত্যসমৃদ্ধ জাতি হিসেবে চিনুক’ এটাই ছিল গত উৎসবের প্রতিপাদ্য। গতবারের উৎসবে অংশ নিয়েছিলেন স্বনামধন্য কথাসাহিত্যিক নয়নতারা শেহগাল, ব্রিটিশ সাংবাদিক এবং টেলিভিশন উপস্থাপক জন স্নো, কিউবান শীর্ষ বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক ইয়োস, কেনিয়ার শিশু সাহিত্যিক ও বক্তা মুথোনি গারল্যান্ড, পাকিস্তানি মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর, ফিলিস্তিনি কবি ঘাসান জাকতান, ঔপন্যাসিক অমিত চৌধুরী এবং ভারতীয় কবি অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা। ২০১১ সাল থেকে ‘হে ফেস্টিভ্যাল’ নামে এই উৎসবের যাত্রা শুরু হলেও গত বছর থেকে এর নামকরণ করা হয় ‘ঢাকা লিট ফেস্ট’।
ঢাকা লিট ফেস্টে এবারের চমক নোবেলজয়ী নাইপল
November 7, 2016