ঢাকা থেকে অপহৃত স্কুল ছাত্র ভাঙ্গায় উদ্ধার

কে. এম. রুবেল, ফরিদপুর
ঢাকা থেকে অপহৃত বিএফ শাহিন স্কুলের সপ্তম শ্রেনীর এক ছাত্রকে ফরিদপুরের ভাঙ্গা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই ছাত্রের নাম রাফিউল আলম সিয়াম(১৩)। শিশুটি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য টিএম রেজাউল করিমের ছেলে।
গতকাল স্কুল ছুটির পরে সিয়াম আর বাড়ি না ফেরায় পরিবার কাফরুল থানায় বিষয়টি জানায়।
ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ মো. সৈয়দ আবদুল্লাহ জানান, গতকাল স্কুল ছুটির পরে ছেলেটিকে অপহরন করা হয়। অপহরনকারী ছেলেটিকে নিয়ে বাস যোগে ঢাকা থেকে নড়াইল রওয়ানা হয়। এসময় বাসের অন্য যাত্রীদের সন্দেহ হলে তারা গোপনে শিশুটির কাছ থেকে পরিবারের নম্বর নিয়ে তাদের জানায়। পরিবার পুলিশকে খবরটি দিলে ভাঙ্গা থানা ম্যাসেজ পেয়ে বিশ্বরোড এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে রাত ৮ টার দিকে খুলনাগামী সেতু বিলাস পরিবহন (ঢাকা মেট্রো গ-৭১৬) বাস থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরনের সাথে জড়িত ১ জনকে আটক করা হয়। তার নাম খন্দকার হাসান মাহমুদ(৫৫)। সে নড়াইল জেলার চন্দিভরপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
ওসি আরো জানান, এটি কোন অপহরন চক্র নাকি পারিবারিক শত্রুতা। সেটি তদন্তকারী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে বলতে পারবেন।
তিনি আরো জানান, যেহেতু মামলা হয়েছে ঢাকার কাফরুল থানায়। তাই উদ্ধার শিশু ও আটক ব্যাক্তিকে তাদের জিম্মায় দেয়া হবে। কিছু আইনী প্রক্রিয়া শেষ হলে হস্তান্তর করা হবে তাদের।
এই রিপোর্ট লেখ পর্যন্ত (বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টা) কাফরুল থানা পুলিশের কাছে শিশু ও আটক ব্যাক্তিকে হস্তান্তরের আইনী প্রক্রিয়া চলছিল।