ঢাকা-কুমিল্লা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালু করা হবে:রেলপথমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি : রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা রেলপথের আওতায় আনা হবে। এছাড়াও ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেলপথে দ্রুতগতির বুলেট ট্রেন চালু করা হবে।শনিবার (০৮ অক্টোবর) বিকেলে মন্ত্রী তার নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মন্ত্রী মুজিবুল হক আরো বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার রেলের উন্নয়ন করেনি৷ বরং বিভিন্ন সময় আন্দোলনের নামে আগুন দিয়ে জাতীয় এই সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়ার সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ নির্মূলে সরকার কঠোর পদক্ষেপ হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখা হবে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি আবু তৈয়ব অপি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷